তোমাকে দিয়েছি ব্যথা

তোমাকে দিয়েছি ব্যথা এক দিন,-
সে-দিন বুঝি নি আমি- আজ তবু বুঝি;
তোমাকে দিয়েছি ব্যথা এক দিন পৃথিবীতে,-
তোমার এ-শ্মশানের অজস্র অদ্ভুত মঠ খুঁজে
এখানে এসেছি আমি তাই আজ; বটের খোঁড়লে পেঁচা একা;
জাম-শাখা, শুকনো পাতা-রোদ ছাড়া কারু সাথে হয় না ক’ দেখা।
অন্ধ শূন্যের থেকে এক দিন তোমার গালের কালো তিল
জ’ন্মে আজ অনন্ত অন্ধ শূন্যে কী গভীর নির্ভরশীল!