তোমাকে তখন পাব

তোমাকে তখন পাব আঁধার সৃষ্টির কিনারায়
নক্ষত্রেরা বলবে নীরবে:
‘পৃথিবীর সব গল্প শেষ হবে- হবে-
আকাশও বইবে না আর কোনও দায়িত্বের দায়
কোনও স্বপ্ন কোনও দিন পৃথিবীতে র’বে না ক’, হায়

র’বে না ক’ কোনও রূপ- আকাঙক্ষার মতো গভীরতা
র’বে না ক’ আর
সব শেষ মুহূর্তের নির্লিপ্ত আঁধার
একটি পেঁচা’র মতো মাটির তরঙ্গে ঝুঁকে ক’য়ে যাবে কথা’

নক্ষত্রেরা এই কথা ন’ড়ে-ন’ড়ে ব’লে যাবে মাথার ওপর
তার পর হিম নিরুদ্দেশে
গিয়ে দীর্ঘ সেন্টিগ্রেডে মেশে
গায়ে ছেড়ে চ’লে যাবে মানুষের জীবনের জ্বর

সে-আঁধারে মানুষের ইতিহাস লীন হয়ে যাবে; হয়েছে বিলীন
(হায়, হবে) কোনও দিন জানবে না আর
তোমাকে আমার বুকে জাগিয়ে রাখার
স্বভাবে ঘুমোব চির-দিন।