তোমার আমার

তোমার আমার ভালোবাসার এই
পথ ছাড়া পথ নেই
জেনে নদীর জলে চেয়ে দেখি
কালো নদীর রঙ মিশেছে এসে।

এই দু-রঙই আলো,
শাদা পাখির কালো
কালের পাখি সাথী
উড়ছে দেশে-দেশে।

তোমার আমার ভালোবাসা- তা কি
একটি পাখি- একটি শাদা পাখি!
সময় কি তার পথ দেখিয়ে দিয়ে
সঙ্গে চলে ভেসে।

শাদা পাখিই কালো পাখি কি-না
চিনি না আমি, চিনি না চিনি না;
কালো-শাদার ধাঁধার ব্যথা সব
ফুরিয়ে গেছে তোমায় ভালোবেসে।

আনন্দবাজার পত্রিকা। শারদীয় ১৩৬৫