তোমার চোখের নিচে আমি

তোমার চোখের নিচে আমি এক মাছের মতন,-
রুপালি ঢেউয়ের তলে-তলে
সমুদ্রের জলে!
তোমার রুপার জাল যেতেছে জড়ায়ে
রুপার সুতার মতো গায়ে!
বার-বার পড়িতেছি ফেঁসে;
আমারে খুঁজিবে তবু
সমুদ্রের শেষে গিয়ে,- সমুদ্রের শেষে!
আমারে ডাকিবে তুমি আমার রূপের নাম ধ’রে,
তবুও ঝিনুকে-শাঁখে তোমার রুপার জাল ভ’রে
ফেনার ভিতরে যাব ফেঁসে!
আমারে খুঁজিবে তবু
সমুদ্রের শেষে গিয়ে- সমুদ্রের শেষে!