তোমার মাথার ‘পরে

তোমার মাথার ‘পরে শুধু নিশীথেরা কঁপিতেছে
অনর্গল- শব্দহীন পাখিদের মতো
যেন তারা চির-দিন পারিতেছে রাত্রিকে গভীর ব্যাপ্তি দিতে
তাদের ডানার ঘ্রাণ মুছে যায়
তোমারও হৃদয়যন্ত্র যেন ক্ষীণ- ক্ষীণ প্রতিধ্বনি
কোনও স্পিরিটের ঠোঁট ক্যামেরায় এসেছিল অশ্রু ঢালিতে
নিযুক্ত আলোয় তারে মুছে দিল ঘড়িশিশু, ঘড়ি’র জননী।