তোমার মুখাবয়বে চেয়ে থেকে

তোমার মুখাবয়বে চেয়ে থেকে এক দিন মনে হয়েছিল
এ-রকম সমতল খেত, নদী, পেঁচকের, বৃহৎ চাঁদের
নরম রেখার দেশে তোমার হৃদয়
তবুও শিখেছে তার মশা ইঁদুরের মতো কিছু-কিছু অবিনয়
তাহাদের মতো কিছু সরসতা; ডান হাত বাড়ায়ে তবুও
যখন মশা’কে আর ইঁদুরকে আমি দিতে পারি দুয়ো
চেয়ে দেখি জ্যোৎস্নায় আমার অনিত্য সব তুক
গোপনীয় প্রণয়ীর মতো এসে ছুঁয়ে যায় বার-বার মশক
জেগে দেখি মাঝ-রাতে বেদনার ঘুম থেকে উঠে
করুণার অবতার হয়ে মূষী আমার আঙুল ছেনে খুঁটে
সহসা আমাকে দেখে দু’ গালের টোলে ধরা হাসির মতন
ধৃত হয়ে মুহূর্তেই জেনেছে নিবিড় নিরসন।