তোমার সাথে আমার ভালোবাসা (গান)

(তোমার সাথে আমার ভালোবাসা
চলো কেবল সুমুখপানে চলো
সূৰ্যডানায়- ঈগল পুরুষ জ্বলো
সময়সাগর শুকিয়ে গেলে সেই সোনালি বালির
মরুভূমির সঙ্গে কথা বলো।)

তোমার সাথে এই তো ভালোবাসা
নরনারীর অঙ্গ প্রতি অঙ্গ লাগি কাঁদলে আমার প্রেম
হে মীনকেতন, তোমার নারী ভালো- ভালো
দিকের থেকে দিগন্তরে এই তো আমি এলাম

হে প্রেম, তুমি গৃহবলিভুকের শান্ত কাতর ডানা ধ’রে
মহান যাযাবরের নিজের সূর্যে ফিরে আসা
হে মীনকেতন, তোমার নারী অমর জানি (আমি),
অমরতর (তবুও) আরো বলয় আকাশ আরো
আলোর পিপাসা-

[রচনা: আগষ্ট-সেপ্টেম্বর ১৯৪৬]