তোমার শরীরে (সংযোজিত)

বেঁচে থেকে হয়তো হৃদয় ক্লান্ত হবে, তাই সব থেকে স’রে
যখন ঘুমাব আমি মাটি ঘাসে- সেইখানে এক দিন এসে
হয়তো অজ্ঞানে তুমি মাথা নেড়ে বলিবে: ‘আমারে ভালোবেসে
ব্যথা পেল; আমি আজও ভালো আছি- তবুও গিয়েছে, আহা, ঝ’রে
সেই প্রাণ’;- হয়তো ভাবিবে এই- তবু এক বার চুপ ক’রে
ভেবে দেখো সে কী ছিল- এক দিন পৃথিবীতে তোমার আবেশে
যখন আমার মন ভ’রে ছিল, মনে হ’ত, চলিতেছি ভেসে
জ্যোৎস্নার নদীতে এক রাজহাঁস রুপোলি ঢেউয়ের পথ ধ’রে

কোন্ এক চাঁদের দিকে অবিরল- মনে হ’ত, আমি সেই পাখি:
তোমার মুখের রূপ নিয়ে তুমি বেঁচেছিলে, তোমার শরীরে
তাই তো মসৃণ তুলি হাতে ল’য়ে জীবনেরে এঁকেছি এমন
অনেক গভীর রঙে ভ’রে দিয়ে; চেয়ে দেখ ঘাসের শোভা কি
লাগে নি সুন্দর আরও এক বার তোমার মুখের থেকে ফিরে
যখন দেখেছি ঘাস ঢেউ রোদ মিশে আছে তোমার শরীরে।

[ফাল্গুন ১৩৬৩]