তোমার সৌন্দর্য চোখে (সংযোজিত)

তোমার সৌন্দর্য চোখে নিয়ে আমি চ’লে যাব পৃথিবীর থেকে;
রূপ ছেনে তখনও হৃদয়ে কোনও আসে নাই ক্লান্তি- অবসাদ,
তখনও সবুজ এই পৃথিবীরে ভাল লাগে- ভাল লাগে চাঁদ
এই সূর্য নক্ষত্রের ডালপালা;- তখনও তোমারে কাছে ডেকে
মনে হয় যেন শান্ত মালয়ের সমুদ্ররে পেল পাখি- দেখে
জ্যোৎস্নায় মালয়ালী- নারিকেল-ফুল সোনা সৌন্দর্য অবাধ
নরম একাকী হাত- জলে ভেজা মসৃণ;- এই রঙ সাধ
কৃমি হয়- কাদা হয়- তবু, আহা; চ’লে যাব তাই মুখ ঢেকে
তোমার সৌন্দর্য চোখে নিয়ে আমি চ’লে যাব পৃথিবীর থেকে।

[ফাল্গুন ১৩৬৩]