তোমারে দেখেছি আমি

তোমারে দেখেছি আমি দাঁড়ায়েছ অবিনাশ রূপ মুখে নিয়ে
আমার হৃদয় যেন পথের শেয়াল
মানুষের মতো আত্মা পেয়েছিল, প্রিয়ে
জ্যোৎস্না গভীর হয়ে নেমে এলে যেমন খড়ের চাল
ধূসর খড়ের চাল ভালোবেসে পেঁচা বসে গিয়ে
তোমার মুখের রূপ মনীষার শান্তি হয়ে বেঁচে আছে, প্রিয়ে।