তোমারে দেখেছি আমি

তোমারে দেখেছি আমি প্রাসাদের রাজার ঝিয়ারি
দোয়েলের মতো তুচ্ছ মন
সোনালি চিলের ডানা পেয়েছিল আকাশ নিঙাড়ি
গভীর আবেগ তার ছিল দীর্ঘ মাস্তুলের দেহের মতন

সে-এক জাহাজ আসে সুপক্ক যবের গন্ধে সিংহলের থেকে
(আধখানা চাঁদ থাকে তাহার শিয়রে) এইখানে শেয়ালের উদ্দীপ্ত বন্দরে
সঙ্ঘমিত্রা নামে ধীরে- রোমহর্ষে- পরিচিত অবয়ব দেখে
মুমুক্ষার শীর্ণ হাতে নিভু দীপ ভালো ক’রে ধরে।