তোমারে দেখিব আমি কবে

তোমারে দেখিব আমি কবে আর- জানি না ক’-
দুই দিকে দুই স্তর পবিত্র আঁধার
মাঝখানে পৃথিবীর এই আলো- এই আয়ু
প্রেমের মুহূর্ত ব্যবহার

দুই দিকে দুই স্তর স্থির পরিণতি
মাঝখানে পৃথিবীর আলো নিষ্ক্রিয়তা
তবু সে মুক্তের মতো দেহ ছেড়ে চ’লে গেছে
পৃথিবীও মুক্তি তবে?- শান্তি এক প্রগাঢ় দেবতা।