তোমারে নিজের হাতে

তোমারে নিজের হাতে রচেছিল রাতের আকাশ
নক্ষত্রেরা দিয়েছিল সম্রাজ্ঞীর মুখের প্রতিভা
তবু তুমি খুঁজে নিলে মৃত্যুর সহিষ্ণু অবকাশ
কোথায় রয়েছে সেই বিভা

সময়ের বুক থেকে অবিরাম গতির প্রক্রিয়া
ধূসর হতেছে চুপে ইট-পাখি-তরুদের বুকের শৈবালে
কোনও এক স্তব্ধতায় ব’সে থেকে সে-সব দেখিছে যেন প্রিয়া
আমারেও দেখিছে সে হেমন্তের লোহিত বিকালে।