তুলোর বালিশে মাথা রেখে

তুলোর বালিশে মাথা রেখে এক শিশিরের রাতে
হারায়ে গেলাম আমি কোনও এক মহান প্রভাতে
ঙ্যা ঙ্যা করে না ক’ বুক জার্ডিনের ফাইল নিয়ে হাতে

প্রথম বয়স- দূর- সেতু যার ভেঙে গেছে সব
নির্বাপিত সমুদ্রের আরও পিছে- লেগুনের মতন নীরব
কোনও স্থান; এসেছে সে- ধান আর পায়রার মতো কলরব

কার্তিকের সাদা রোদে;- মরাইয়ের গন্ধে- জ্যোৎস্নায়
সাদা-সাদা গাভী সব অস্পষ্ট শান্তির ঘাস খায়
এক ভিড় খই আর কবুতর জ্যোৎস্না হয়ে যায়

বিবর্ণ দেয়াল থেকে সান্ত্বনার ঘ্রাণ নেমে আসে
হিম জলপাই-খেতে পনিরের মতন নিঃশ্বাসে।
(জলপাই প্রেম যেন আমারে নিবিড় ভালোবাসে।)