তুমি-আমি

তুমি:
“কোনও এক মৃত মুখ দেখেছ কি
কোথাও নদীর ধারে পাড়াগাঁয়
পউষের চাঁদ?”

আমি:
“এখন ধানের খেত মৃত
মরার মুখের ‘পরে কাপড়ের মতো
এ কুয়াশা
এখন পাখির গান ম’রে গেছে
ডিম নাই
বীজ নাই
প্রেম নাই
আশা নাই কিছু
পউষের নিস্তব্ধ আকাশ
ভালোবাসি তবু
তুমি আছ ব’লে।”