তুমি আর আমি

তুমি আর আমি কোনও বিকেলের কান্তারের মনে
নিমগ্ন মাছের স্বাদে নদীদের মতো আচরণে
তুমি আর আমি কোনও নিশীথের বনে
মোমের আভায় স্নিগ্ধ মাছির মতন

তুমি আর আমি দু’টো বাদুড়ের মতো
সমস্ত দিনের শেষে মুক্ত- অব্যাহত
কোন দূর দ্বীপে চ’লে যেতাম বলো তো
জানে সব নিস্তব্ধ এ-পৃথিবীর মন।