তুমি চ’লে আসো কাছে

তুমি চ’লে আসো কাছে, চ’লে আসো নিভৃত-নিভৃত!
নির্জন-নির্জন পথ, তোমরা চলিয়া আসো কাছে!
আমাদের হৃদয়ে যে শীত এতো,- হৃদয়ে যে শীত!
পৃথিবীর পরীরা যে আমাদের ভালোবাসিয়াছে
অনেক ধুলোর পথে আমাদের ডেকে লয় তারা
শিকারের কুকুরের শব্দ ওই আমাদের ডাকে!
আমরা দেখেছি সব সন্ধ্যার নদীর জল ছাড়া!
সন্ধ্যার নদীর জল,- কোনও দিন দেখে আমাকে?
পৃথিবীর লাল পথ ভাঁড় আর ভাঁড়ের মতন;
সেখানে টুপির ছবি,- সেখানে ঘণ্টার শব্দ হয়!
সেখানে মুকুট প’রে অবসন্ন হ’য়ে যায় মন,-
উজ্জ্বল দিনের সূর্যে-রৌদ্রে-রঙে নাই ক’ বিস্ময়!
পাহাড়ের বুকে থেকে সেখানে পাথর সাদা হ’ল,
সেখানে সময় তার আরও সাদা- সাদা হ’য়ে আছে,
সেখানে নদীর ঢেউয়ে ঢেউ তুমি- ঢেউ তুমি তোল!
সন্ধ্যার নদীর জল,- তোমারে সে ভালোবাসিয়াছে।

তথ্যকেন্দ্র। শারদ-সাহিত্য ১৪০৭