তুমি তোমার দিকে চ’লে যাবে;
আমার দিকের নদীটি ফুরাবে
একলাটি ঐ শাদা কালো জলে
কালো সাগর আস্তে কথা বলে
যেখানে কানে কানে।
কবি হেলাল হাফিজের অকাল প্রয়াণে আমরা শোকাহত।
তুমি তোমার দিকে চ’লে যাবে;
আমার দিকের নদীটি ফুরাবে
একলাটি ঐ শাদা কালো জলে
কালো সাগর আস্তে কথা বলে
যেখানে কানে কানে।