উজ্জ্বল দু’-একটি মুখ

উজ্জ্বল দু’-একটি মুখ- স্তব্ধ- একা- অশ্রুর মতন
মেঘের আড়ালে অই কত দূর আকাশের পারে
পুনর্বসু- বৃহস্পতি-
তার পর কালো হয়ে মুছে যায় হাওয়ার আঁধারে

সময়ের হাত এসে মুছে ফেলে- যেটুকু উদ্যম
আকাশের গায়ে লেগে জীবনের মননের দিকে শুধু টানে
তার পর বিছানায় শুয়ে চিন্তা যেন দেহ এক- যেন ভিজে হাঁস
পাশে কঙ্কাবতী-পরি শুয়ে আছে মরাইয়ের ধানে।