ভোরের বেলায় তুমি আমি (গান)

ভোরের বেলায় তুমি আমি-
নীল আকাশের ভরতপাখির গানে
কবে যে এই ধুলোমাটির পৃথিবীতে
প্রথম দেখেছিলাম
কেন এসেছিলাম এ-সব আলোর অভিযানে
আজকে আবার সকাল এলে সেই কথা কি তুমি
পাখির গানের আলোর সিঁড়ি-সূর্যে উঠে ভাবো
(এই সৃষ্টির) অলখ আলোর থেকে এসেছিলাম
আবার কবে আলোয় মিশে যাব
অন্ধকারের এ-ছাড়া কি নেইকো কোনো মানে?
ইতিহাসে ভায়ের-বুকে-ভাই
গল্প ছবি প্রেম- কি শুধু জ্বলন্ত মিথ্যাই
সকলই ছাই ক’রে দিয়ে আঁধার সসম্মানে
বসেছে কি তোমার আমার-
ভোরের সাগরকণ্ঠী পাখির গানে?

হয়তো বা তাই হবে- তবু আজকে আলোয় আমি
এই পৃথিবীর প্রথম ভোরের
সূর্য পাখি নারী
দ্যাখে কি তার আদিম আঁধার ভেবে নিতে পারি
যদিও গহিন থেকে এলাম- গহন আমায় টানে।

[রচনা: আগষ্ট-সেপ্টেম্বর ১৯৪৬]