ভোরের কবি জ্যোতির কবি

ভোরের কবি জ্যোতির কবি গায়:
ভোরের হাওয়া, আলোর হাওয়া
আলোর হাওয়া, আলোর হাওয়া!
নারীর মতন প্রেমিককে তার প্রাণের ইশারায়
সূর্যে উত্সারিত চাতক অবিনাশী চিলকে জাগায়,
জাগায়, জাগায়!
শিবের কণ্ঠ নীলকণ্ঠ বিহঙ্গমের অসীম নীলায়
মিলায়, মিলায়!

গাঢ় নীলে রৌদ্রসাগর অগ্নিসাদা ডানায় জ্যোতির্ময়,
নভোনীলের আলোয় মনোনীলিমা জেগে রয়।
ভোরের কবি জ্যোতির কবি গায়:
নতুন দিনের আলোর গতি প্রেমের চেয়েও সাহসিকা,
জ্ঞানের চেয়েও বৃহৎ করুণায়;
মুক্তপুরুষ পুরাণপুরুষ সময়পুরুষ-
মানবতার সূর্যপুরুষ চায়!
ইতিহাসের অন্তে নবীন ইতিহাসের ক্রান্তিনীলিমায়
ভোরের কবি জ্যোতির কবি গায়।

চতুরঙ্গ । চৈত্র ১৩৬২