‘ওয়র্ডস্ওয়র্থ ইন্ ট্রপিকস্’ প’ড়ে

নক্ষত্র আকাশ নদী পাহাড়ের বধির গরিমা
দূরে যায়, কাছে এসে ক’রে যায় ভাব,
নিজেকে শত্রুর মতো মনে ক’রে চির-দিন যদি
নষ্ট ক’রে দেওয়া যেত তাহাদের মিথ্যা প্রভাব;
নিজেকে বন্ধুর মতো মনে ক’রে যদি অপলক
অনুভব করা যেত তাহাদের অবহিত মন;-
অনেক চতুরানন ম’রে গেছে এই সব ভেবে
জেনে হো- হো- ক’রে হাসে এক জন চতুর আনন।