এইমাত্র মেঘ করল

এইমাত্র মেঘ করল, দু চার টাকার মৃত্যুদিন…
একবেলা দুবেলা শোক, তিনবেলায় তাড়াতাড়ি শোও
সকালে উঠেই ফের ইস্কুল কাছারি ঝগড়াঝাঁটি
এইমাত্র মেঘ করল, ছ্যাঁ করে সবজিকে ধরছে কড়া
রাগের নিশ্বাস ছুড়ছে বিক্ষুব্ধ কুকার: ফেটে যাবো!
মাথার মুকুট একটু খুন্তি দিয়ে আলগা দিলেই
নো টেনশন, সব রাগ হুস করে বেরিয়ে ফুটুস…
গরম দেখাও যতো ধোঁয়া ভোলা গলা ভাত গলা তরকারি সেদ্ধ ডিম
আমারই মতন জেনো তোমাদেরও ওই ভূতপূর্ব শিরদাঁড়া
প্রেশারের মধ্যে গলে পাঁক, মণ্ড, হড়হড়ে ও হিম।