এইমাত্র মেঘ সরলো

এইমাত্র মেঘ সরলো, জলে ডানা ঝাপটে নামলো হাঁস
ঘাটে কেউ উঁচু হয়ে কাপড় থুপ থুপ করছে, তার
পিছনে, আঙুলমুখে মেয়ে একটা বছর চার পাঁচ
মাঠে খুঁটি পুঁতে গোরু বেঁধে রেখে চলে গেল কেউ
খুঁটের দেওয়াল দূরে, ওর পরে আমাদের পাড়া
তারও পরে রিক্সা যায়, তারক ফার্মেসি, মেয়ে স্কুল
মেয়ে স্কুলে, প্রাইমারীতে, ভোরবেলা আমি, পিঠে ব্যাগ
ইস্কুলের পাড়ে দীঘি, মার, হাঁসকে ঢিল ছুড়ে মার!
ছুটে ক্লাসের বাইরে আসি, বাইরে বাইরে…গ্রাম ছেড়ে শহরে
হাঁসের পিছনে ছুটছি, খ্যাতি কবিখ্যাতি তাড়া ক’রে…