এক

এই যে আমার নীল ধারণা আমার নগ্নপদ
কী অসীম বালক ক্রিয়া শুরু করে হাবুডুবু
ওই যে মলয়ানীল উচ্চতা আমার মাথা উঁচু
তার পূর্বে ঘাস গজায়, উত্তরে-দক্ষিণে কলমিলতা
পশ্চিমে অনেক সূর্য সাশ্রু হল অস্তরাঙা মুখে
সেই যে সৈন্ধবনীল ধারণা আমার ঢেউ ছাড়া
তার নীচে সারাবেলা অভিশাপ দস্তখত করো
যার উত্তরে ধ্বংস হয়, ধ্বংস হতে হতে পুনঃপুন
অগ্নিপাত করে চলে আকাশের প্রতিষ্ঠিত তারা।