একটি পরিষ্কার কবিতা

পরিষ্কার জামাকাপড়, পরিষ্কার বিহঙ্গের মল
পরিষ্কার কাদার দাগ, পরিষ্কার কপালে চাঁদফোঁটা
পালিয়ে যাওয়া পরিষ্কার, পথে পায়ের রক্তমাখা ছাপ
পরিষ্কার চিহ্ন মোছা, এক নিমেষে পরিষ্কার পাপ

ময়লা সব সত্যি কথা, ময়লা মেঘে নোংরা ধারাজল
নোংরা শুভকামনা আর কথাচ্ছলে নোংরা সব খোঁটা
নোংরা হাতে ময়লা প্রেম, পরিষ্কার একঝলক টাকা
পরিষ্কার গোপন পথ, যে-কোনো পথে কেবল বেঁচে থাকা

পা বেধে যাও, উল্টে পড়ো, জীনপরীরা গড়িয়ে দেবে
ফল নিষিদ্ধ সে-ফলের স্বাদ, ওগগা নিষেধ তোমারই দিকে ছোটা
সারাজীবন, সারাজীবন…দৌড়পথে পোড়ায় অনুতাপ
শোচনা, অনুশোচনা, তবু মুঠো লুকোয় প্রেমের রাঙা পাপ

লুকোও কেন? খুলে দেখাও। মুখের কাছে ফল ভরতি শাখা
অসহনীয় তোমার ভার, অসহনীয় তোমায় ছেড়ে থাকা
সঙ্গে আছো, সঙ্গী নও, দুদিকে টান, মধ্যিখানে জল
পরিষ্কার ঝাঁপিয়ে পড়া, পরিষ্কার ‘সাঁতার কেটে চল্‌’…

জলে অনেক ডুবো পাথর, জলে অনেক ডুবিয়ে রাখা পাপ

দুহাতে জল কেটে এগোও, পরিষ্কার জলে আগুন রাখা

প্রেমের কোনো বয়েস নেই, মুখের কাছে নত হয়েছ শাখা

নমস্কার যে-কোনো পথ, নমো হে নমো যে-কোনো বেঁচে থাকা