আমাদের ঘরে এসো

আমাদের ঘরে এসো, এসো শান্তি, আমার শহরে
পড়োশির ঘরে এসো, থাকো শান্তি, পল্লীতে আমার
বন্ধুদের ঘরে যাও, বোসসা শান্তি, পিড়ি তো পাবে না
সোফায় ডিভানে তুমি বসবে না তো বোসসা মন পেতে
যার যা অশান্তি আছে আমাকেই দিক, আমি জল
জল তো কবির ভার্যা, আঘাতে আঘাতে স্নাত নারী
সে পারে নিঃশব্দে সব অশান্তিকে বয়ে নিয়ে যেতে