আমার সামান্য মেঘ

আজ মৃত্যু শুরু করা ভালো এই দিবস নিশীথে?
আজ শীত গ্রীষ্মবোধ শেষ যদি জীবনকুসুম
ফোটো, তবে স্ফুটমান স্বপ্নে করো আগমনী গান-
ন’কড়া ছ’কড়া দরে তুমি দাও সততা প্রমাণ

প্রমাণ দিতেই, যদি প্রমাণ দিতেই পৃথিবীতে
আসা, তবে আসামাত্র আশার আশা জীবনকুসুম
মেঘরূপে জন্ম নেয়, একদিন দেবতার বরে
প্রতিবেশীদের ঘরে অপরূপ বৃষ্টি হয়ে পড়ে

আমারও সামান্য মেঘ ওইভাবে নেমে একদিন
বলেছে, ‘অঙ্গন মানে জানো তুমি? নৃত্য মানে জানো?
জানো স্বপ্ন শুরু করা? একাকার জানো রাত্রি দিন?
মনে মনে স্বর্ণধান আনো যদি, কার জন্য আনো?-‘

এ কোনো উত্তর হয়?- নদী জলে খেয়া নৌকা তার
একাকী বেরিয়ে পড়ে, তলিয়েও যায় সে একাকী-
কখনো নৌকায় আমি কখনো বা তীরে বসে থাকি-
শীত গ্রীষ্ম ফিরে যায়, দেখা যায় না এপার ওপার…