ছুটি

ও দূর, এবার
কাছে থাকো।
কুল, তুমি ভেসে পড়ো জলে
বলো তুমি আমায় কী ব’লে
ডাকবে
যদি নাম না-ই রাখো
ডাকনাম না-ই দাও যদি
আমার- তোমার- আর ছেলেমেয়েদের?
ওরা সব পথের পথের।
ওরা সব অচেনা নদীর।
আমরাও তাই
ভাই
ছুটি
রোদে পুড়ে পুড়ে
জলে ভিজে
এনেছি নিজের
একমুঠি
মেঘ, সে তোমার জন্য।
স্নান ক’রে আসি তবে
বসি থালা পেতে
অতটা আকাশপথে যেতে
বড় পথশ্রম। কষ্ট
তোমারও কি কম?
এই রোদে পুড়ে পুড়ে
জলে ভিজে
এনেছি যে
বজ্র, নীল বাজ
সে তোমার, সে তোমার আজ।
কাজ আমার, আজ তুমি ছুটি-
ভাই
ছুটি
বলো তো আমার সঙ্গে, এভাবে আমার সঙ্গে উড়ে
খুশি? তুমি খুশি? বলল, খুশি?