দাগী

নতুন কবি, আমি তোমার তরুণ ঘৃণায় উপচে উঠি
বাড়ি ফেরার সময় আমি তোমার দেওয়া নিন্দাচিহ্ন
সঙ্গে নিয়ে যাই

তরুণ কবি, আমি তোমার অরুণ বরণ ক্রোধের অর্থ
বুঝতে যদি চেষ্টা করি, দোষ নিও না, তুমি আমার
ভাইয়ের ছোট ভাই

তরুণ কবি, জানো, আমায় বিষাদময় একটি মেয়ে
আকুল করা চিঠি লিখেছে? আমি তাকে তোমার দিকে
এগিয়ে দিতে চাই

তরুণ কবি, আমি তোমার ক্রোধের সামনে ঘৃণার সামনে
আজীবনের লেখা আমার পেতে রাখবো ধুলোয়, তুমি
যেমন খুশি মাড়িয়ে যেও ছাই।