দশ

এ যে কী সহাস্য কী যে হাসির ব্যাপার চৌকো গোল
লম্বা বেঁটে বাঁকা উঁচু তেকোনা গড়িয়ে যাওয়া ভাব
ভাবগত তফাৎ বা পথিক passer by যত
মত তত পথ বলে যে যার আপনাপন দিকে
ফুলিঙ্গের মতো ক্ষিপ্ত বহির্গত হয় লক্ষ্যে মণি
কাঞ্চন কোথায় আহা কাঞ্চন কোথায় বলে ফেরে
মণি ও কাঞ্চনে তবু ঠোকাটুকি ঘটে যথাকালে
শিখাও নিক্ষিপ্ত হয় যে দ্যাখে সে রঙিন ধার্মিক
শয্যা নিলো বিষাদের রোগে কিছুদিন, বটপাতা
মুখে আলোছায়া ফেলল, বোঝালো অনেক, তবু হায়
সেই উন্মাদনা কিছু শিখবে না তেকোনা বা গোল
চৌকো ছোটো মস্ত নিচু ধরাবাঁধা সাধনা দেখেই
মোহের ছলনে ভুলবে, বিদ্রোহী বা বিদ্রোহিনীরূপে
নিজেকে সর্বদা ভাববে, পূজা পাবে একটি দুটি, আমি সে পূজার
ছলে যে তোমাকে ভুলব তা হবে না যাদুমণি এটাই তো হাসির ব্যাপার