এগারো

পালাও অসীমে আজ চিরবন্ধু বিহঙ্গের রাজা
তোমার রচনারীতি সাঙ্গ করো অনেক পশ্চিমে
অনেক পাখিত্বে আজ রূপ দাও বয়ঃক্রমহারা
যে যত ময়ূর যত রাজস্থান, উট, কাঁটাগাছ
যে যত দেহাত, ঘাঘরা, কাশীষাঁড়, ছুটে যাওয়া টাঙা
সে তত দু’হাত ভরে দৃশ্য পায় রাজা বিহঙ্গম
গরিব রানির মুখে আলো ফ্যালো লজ্জা ফ্যালো রাঙা
কেন না দুর্বুদ্ধি জাগলে কী হবে তা বলা তো দুষ্কর
কেন না সাফল্য বলতে তুমি দেখিয়েছ বহুবার
অনেক অস্তের মুখে ঢিল ছুড়ে সূর্যকাঁচ ভাঙা