ঘি-আগুন

বার্তা নাও। ঘি-আগুন সম্পর্ক ঘটাও।
পাহাড়, পাথরক্তৃপ, পথ আটকে দাঁড়ানো
চূড়ায় তারকাচক্ষু, গাছে-ওড়া দানো
বেরিয়ে যাবার পথ নেই একটাও।

পাখিরা চিৎকার করছে, অন্ধকার পরী
নিঃশ্বাস ফেলেছে চোখ ঢেকে-দেওয়া ধুলো
মাংসাশী উদ্ভিদ খুলছে ক্ষুব্ধ ফুলগুলো
উল্টো ঘুরছে গিরিগাত্রে আঁটা মস্ত ঘড়ি

এখানে থাকলেই মরবে। যদি বাঁচতে চাও
ঘি আগুন ঘি আগুন জপ করে চলো ধকধক
পরীকে প্রেমিকা কয়রা, ব্যর্থকাম দানোকে যুবক
মাংসাশী ফুলের মধ্যে স্বাভাবিক মধু ঢেলে দাও

তবেই পাহাড় সরবে। পথ দেখাবে প্রজাপতিরাও।
কুহেলী, গাছের নীচে। মাঠে মাঠে দৌড়োয় কুহক
ওদের একসঙ্গে রাখো- তোমার আমার বাড়ি যাও
ঘি আর আগুন ঘুরছে এক পাত্রে, জানোনা লেখক?