ঘুমিয়ে ঘুমিয়ে দেখি

ঘুমিয়ে ঘুমিয়ে দেখি শত্রুর বারান্দা আর ঘর
বারান্দাটি নীল রঙের, ঘরে ঘুরছে লালরঙ আগুন
শিখারা মুখ বার করছে ঝুপসি জানলার ফাঁক দিয়ে
শত্রুর বাড়িতে শত্রু থাকে না, সে বন্ধুর বাড়িতে
উঠে গেছে বহুদিন, এ বাড়িটি লোকসঙ্গহারা
ঝুলে পড়া কড়িবরগা, কাঠ ফাটছে, লালরঙ আগুন
পাকাচ্ছে ঘরের মধ্যে, চারজন শত্ৰু চুপচাপ
গোল হয়ে বসে আছে, পিঠ পোড়ে চুল পোড়ে তাদের
কিন্তু উঠছে না কেউ, মন দিয়ে তাস খেলছে তারা
তাদের মাথায় স্থির বাঁকা খগ, অর্ধেক চাঁদের