হঠাৎ দাঁড়িয়ে পড়লে

হঠাৎ দাঁড়িয়ে পড়লে অমনি ঠ্যালা: চলো সামনে চলে
মুহূর্ত জিবরাও যদি চাবুক চমকায়: টানো দাঁড়
একবার হাঁফ ছাড়লে পায়ে পড়বে লাঠি: অ্যাই ছোট্‌
ছুটতে ছুটতে ছুটতে ছুটতে হুমড়ি খাবে, মট্‌ ভাঙবে হাড়
ভাঙা পায়ে ছুটতে হবে, অন্য সকলেই তাই ছোটে
ছুটতে ছুটতে ছুটতে ছুটতে ‘জী হুজুর’ কথামাত্র সার
অপমান সইতে সইতে প্রতিরোধশক্তি চলে যায়
অপমান সইতে সইতে দুবেলা ভাতের থালা জোটে
অপমান সইতে সইতে মরে যায় মানুষ চুপচাপ
অপমান সইতে সইতে মানুষই মরিয়া হয়ে ওঠে।