জাগরণ

আগুন যখন চোখ ধুয়ে দেয়
গান যখন দাঁড়ায় ওই চন্দ্রতারা ছুঁয়ে
হাওয়া যখন মৃত্যুফুল, বাতাস যখন তরঙ্গের শুরু
জল যখন ঢেউয়ের সুপ্তিতে কেবল ঋতুর জন্মদিন

আমি তখন ঘুমন্ত সব কুসুমদের বলি আমার
মৃত্যু অভিজ্ঞতা
আমি তখন বিছিয়ে দিই পূষ্প জাগরণ
কুসুম বোন বনকুসুম ঢেকে

আর খেয়া আমার রাঙা আলোর নদীর মধ্যে
খাদের পরে খাদ পেরিয়ে ছুটন্ত যখন
আমি ছইয়ের মধ্যে লুকিয়ে পড়ি, জড়িয়ে ধরি, ঢেউ দিয়ে ঢেউ দিয়ে
আবার ওকে জাগাই ঘুম থেকে…