যাত্রী

ধ্বংসমুখ। যাত্রাক্রম
শিকারি আর শিকারশব
গড়িয়ে যায়

হত্যা বেশি, মৃত্যু কম
এ যাত্রায়
থমকে যায় যাত্রীদল
সামনে নীল পাহাড় মুখ
ধ্বংসমেঘ, মেঘের ক্রম
রাত্রিময়

তলায় খাদ, বিপদঘুম
পাহাড়মুখে ঝাপসা ধুম

চাঁদের পেটে ভুণোদাম

যাত্রীদল
আবার ভরো খাদ্যজল
ঘাপটি মারো
বেরিয়ে এসো
এগিয়ে যাও

নেশা কোথায়? লাগাও দম!