কাজ

শ্ৰমযাত্রা, অশ্বশক্তি, ধুলোঘূর্ণি, চাকা
চাবুক, দিনের শীর্ষ, রক্তসূর্যমুখ
দাসরক্ত, শক্ত ঘাস, শেষ ধুকপুক
ঘোড়া ছুটে গেল- দেহ, পথে ফেলে রাখা

শ্রমযাত্রা, ঘাম, তেষ্টা, ওজন, হাঁপানো
ধোঁয়া ওঠা পেশী, হেঁইয়া, সুর্যে কাঁধ, ঠেলা-
দিন টপকে ফেলে দেওয়া, শূন্যে রঙখেলা
সকালে আবার আসবে, সকলেই জানো

হে বিশ্রাম, সন্ধ্যাকাল, ওগো সাঁঝবেলা
ঘন হও, হাতে হাতে সস্তা মদ আনো!