খুদকুঁড়ো

ঝড় উড়িয়ে নিয়েছে খুদকুঁড়ো
পাশের গ্রামে, পাশের মাঠে মাঠে

আমরা সব পাখির ছেলেমেয়ে
আকাশ থেকে নেমেছি মাঠে মাঠে

যে যার মতো যা পারি খুঁটে খেয়ে
উড়েছি সব আবার মাঠে মাঠে

আবারও দেখা হবে কি কোনোদিন?
খেলা পড়বে কোথায়? কোন মাঠে?

ঠোঁটের কোণে এখনো লেগে আছে
খুদের কণা, অন্ন, গুঁড়ো গুঁড়ো…

চুম্বনের সময়ে বিনিময়
করেছি এই দু’চার খুদকুঁড়ো

পাখি বলেই পেয়েছি প্রত্যেকে
সরল-সোজা অন্ন, কুট, গুঢ়

পাখিরা সব দেখেছি মাঠ থেকে
ফেরায় ঝড় সবার খুদকুঁড়ো।