কী নেবে আমার কাছে

কী নেবে আমার কাছে? পাহাড় ডিঙোনো ক্লান্ত ঠ্যাং!
দেয়াল ভাঙার পর ঢুসোমারা ফুটিফাটা মাথা?
কাচ ফাটানোর পর স্লিংকরা রক্তমাখা ঘুসি?
মিছিলের সামনে থেকে স্ট্রেচারে ফেরৎ শিরদাঁড়া?
কী চাও আমার কাছে?
ব্যর্থ স্বার্থপর প্রেম? দাম্পত্যের শবদেহ পাহারা?
প্রত্যেক পালানো লোক জীবিকায় অপমানাহত
তাদের বাড়ির ঝগড়া, আকাশে তাদের ছোড়া ঘুসি
অপরের প্রেম দেখে তাদের হিংসেয় মরে যাওয়া
কী চাও আমার কাছে আমার বিষয়বস্তু এনে দিল হাওয়া
আমার কানের কাছে সে ফেলে চলেছে শুধু হেরে যাওয়া লোকের নিঃশ্বাস
সে বলে চলেছে শুধু: শুনো না তত্বের কথা
তুমি লেখো তোমার যা খুশি!