বাচ্চাদের কথায় চলে আসি
বুকুন আর পাপুন ভোর থেকে
খালি বলছে বাঁশি কিনব বাঁশি
হুট বলতে বাঁশি কোথায় পাই
বাঁশি কি আর কেনা যায় রে ছাই
লেবুগাছকে বলা বরং ভালো
একটা পাতা একটা লেবুকাঁটা
তা-দিয়ে সুর যেখানে খুশি পাঠা
তা-দিয়ে ভোর যে কোনো দিকে আলো
পাড়ায় লেবু গাছই তো নেই মোটে
তাতেই বুঝি কাঁদার কথা ওঠে?
বরং কারখানায় চলে আসি
দাঁড়া পাপুন বানিয়ে দিই তোকে
লেখা দিয়েই লেবুপাতার বাঁশি!