কুড়ি

এসো সংকলনকা, হাতে ধরে মায়ার সংগ্রহ
শেখাও, অবিচলিত মোহশক্তিপাশ নাড়াচাড়া
করো আর ক্ষতবৃক্ষে ধারালো শুশ্রুষা এনে বাঁচো
ধূলা থেকে ধাবমান খোঁচা খোঁচা সম্মানফলক
ললাটচুড়ায় বিধে আমি যাই কিরাতের পাড়া
অমন মুকুট দেখে তাজ্জব সকলে, কিন্তু তুমি
জানো সংকলনকর্তা সে কখনো অভিযোগ কিছু না করুক
কী হতে পেরেছি আমি তার পথে মরুভূমি ছাড়া!