মাঠে একটা বাড়ি

দুপুর পেরোই, ঝাঁ ঝাঁ গাছপালা
টেলিগ্রাফ তারে উড়ে বসে কাক

ওড়ে লাল ধুলো, শুখা ধানক্ষেত
কোথায় একটা কোকিলের ডাক

দুপুর পেরোই, রোদে মাটি ফাটা
হেলে আছে পোল ঢিবির মাথায়

ঢিবির ওপাশে বাড়ি না একটা?
কে থাকে ওখানে? একা বাড়িটায়?

হে দুপুর, ওগো প্রখর দুপুর
যারা থাকে ওই গ্রীষ্মপাড়ায়

আমারই মতন, দেখো তারা যেন
দিনান্তে দুটো শাকান্ন পায়!