মরুনির্দেশিকা

তুমি একা পাঠক, প্রান্তরে?

বাকিরা সবাই ধুলোঝড়ে
দিগন্তে উধাও?

তুমি একা চড়তে পারো উটে?
তাই পথ নির্দেশ দেখাও?

পারেনি বাকিরা?

হে কবি-পাঠক, দ্যাখো, তোমারও পিছনে ধুলো উঠে
আঁধি তৈরি করে

তুমি তাকে ভাবো অন্ধকার?

এখনও সামান্য দেরী সূর্যাস্ত হবার

আঁধিরও উপরে, দ্যাখো, ঘুরে উড়ে চলেছে পাখিরা…