মুহূর্ত

একটি অগ্নি- আনন্দ মৃত্যুর।
এই মুহূর্তে লতাপাতা পুড়ে মরো
স্পর্শমাত্র শক্ত চন্দ্রচূড়
পরমুহূর্ত বলে আর কিছু নেই
করো, চুম্বন করো

মৃত্যুর চেয়ে আনন্দ মৃত্যুর
আগের পলকে।
একটি অগ্নি সেই
সমুদ্রে নেমে পলক ছুঁয়েছে যেই
বাঁধা জল ফুসে ওঠে-
যাক, সমস্ত রসাতলে যায় যাক
দাগ করে দাও ঠোঁটে

ঠেটি ডুবে যাক, মাথা ডুবে যাক বুকে
নন্দিত করি দুইদিকে দুই বৃন্তের মৃত্যুকে-
একবার, একবার।

এই সে-মৃত্যু- আনন্দ অগ্নির
এই সে-মৃত্যু- জন্মের চেয়ে বড়
আরো আরো আরো আরো চুম্বন কর
এই মুহূর্ত ছাড়া আর কিছু নেই
কিছু নেই আর পিছু ফিরে দেখবার
যে ছিল যেমন সে তেমন ভাবে থাক
কী আছে ভয়ের? ভাবার কী আছে? জেনো পরদিন থেকে
তোমাকে, তোমাকে,
তোমাকে ছোঁব না আর!