অভিজ্ঞতা

রহ অগ্নি, রহ ক্রোধ, ডিগিডাঁই বাজনা রহ রহ
এসো অন্ধ পতঙ্গের দল রক্ত পতঙ্গের গায়ে দাও ঢেলে পথিকৃৎ
বহে সুরা, বহো সার, ঝাঁঝে প্রাণ অতিষ্ঠ করহ
চলো ক্ষুব্ধ তরঙ্গের তরী গ্রীষ্মপথগামী চঞ্চল পাখনায় চলো শীত

সহো অগ্নি, সহ ক্রোধ, ধরহ গোক্ষুরসৰ্পমুখে
শায়িত সহস্ৰযুগ ভূর্জপত্রলিপি, তাতে খোললা মৃত লেখকের চোখ
সাপ খাই, টিগিটাই জগাই মাধাই নাচছি সুখে
কে উঠেছ পারাপারহীন স্তব্ধ সমুদ্রের স্তব্ধ ফেটে চাঁদের জাতক

কহ অগ্নি, কহ ক্রোধ, ঠাঁইঠাই থাবড়া মারো মারো
জ্বলো রক্ত পাথরের দৈব জ্বলো জনতার, এ পাষাণে যে দাঁড়াবে রুখে
অদ্য যদি লাস্ট নাইট তাক বুঝে আধলা ইট ঝাড়ো
চলো অভিজ্ঞতা, পথে পাহাড় দণ্ডায়মান:
জল বাঁকছে, ক্ষুধা খেলছে, গ্রাম ডুবছে দিগন্তের পারে কী কৌতুকে…