পাঁচ

এইবার ধাঁধা শোনো মূর্তিমতী ধাঁধাশীল ছায়া ও চন্দ্রিমা
জানালা ফাটিয়ে দাও নাকচোখহীন অন্ধ কামরায় সুজন
তেঁতুলপাতায় উঠে ঘুরে শোও সরে বোসো ঠেলাঠেলি না করো চন্দ্রিমা
মায়াবশে ভেসে চলল জাহাজ উল্টে ডুবন্ত মাল্লারা
আমার কী দোষ ছিল আমার তো দোষগুণ লাজলজ্জাগাছে
ধাঁধা-দিন যুক্ত করো, তিনচোখো ঈশ্বরী তাতে দোল দিয়ে খিলখিল হাসেন
এইটুকু ধাঁধা তার উত্তর কোথায় জলে হাত চাপড়ে খুঁজে পাও দেখি
হ্যাঁ নিশ্চয় চন্দ্ৰপাত না কক্ষনো নিশীথিনী নয় হাতে সুবিধা নতুন
চাঁদ পড়ে গেলে তার জ্যোৎস্নারা কোথায় দূর অট্টালিকাচূড়ে
ধাবমান ঝাঁটা চড়ে ডাকিনি চলেন ঝাঁটা আকাশের অপযশভার
ঝেড়েমুছে ফ্যালে আর তারকা ফুটিয়ে তোলে এক দুই তিন চার পাঁচ
তাই দেখে ধাঁধা বলে, এসো, বোসসা, ঘরে থাকো,
ছেড়ে যাও, প্রেতাত্মা আমার