পাখির বিষয়ে কবিতা

যখন পথের পাশে পেয়ে গেছি একটি বৃক্ষকে
যখন বৃক্ষের পাশে পেয়ে গেছি পাতার কুটির
যখন কুটিরপার্শ্বে পেয়ে গেছি রাঙা নদীখানি
যখন নদীর পাশে পেয়ে গেছি একফালি ভূঁই
ভূঁই থেকে উঠে আমি যখন হয়েছি ভূঁইফোঁড়
তখন তো বৃক্ষে উঠে হবোই হাওয়ায় কাঁপা ডাল
ডালে এসে বসবেই একটি পাখির মতো পাখি
এবং সে-পাখি বলবে: ‘কুটির সাজাতে আমি জানি
ও গাছ জিগ্যেস করো, ও নদী জিগ্যেস করো ওকে
একটু কি ভালো লাগবে, একটু কি শান্তি হবে ওর
যদি সব ছেড়ে দিয়ে আজ
আমি এসে ওর সঙ্গে থাকি?