রাজপুত্র রাজকন্যা

আমরা নিশ্চয় জনপদ
আমরা নিশ্চয় কয়লাখনি
পথ হারিয়ে ফেলেছ নিশ্চয়
ম্যাপ খুলে দেখেছ যখনি

আমরা নিশ্চয় উল্কাপাত
আমরা নিশ্চয় বজ্রধ্বনি
কানে পর্দা ফেটেছে নিশ্চয়
আড়ি পাততে গিয়েছ যখনি

আমরা নিশ্চয় দাহ্যগুণ
আমরা নিশ্চয় ছাইচাপা
খুঁজতে হাত পুড়েছে নিশ্চয়
সাক্ষী এই সাতভাই চাঁপা

আমাদের সব বোন পারুল
তারা কেউ রাজকন্যে নয়
স্নো সাবান ডিটারজেন্ট হাতে
বেল দেয় দুপুরে নিশ্চয়

ব্যর্থ হয়ে, রোদে-পোড়া মুখে
সে এখন ব’সে চা-দোকানে
হাফ-রুটি ভিজিয়েছে চায়ে
কে কে আছে বাড়িতে কে জানে

রৌদ্রজয়ী ওই মেয়েটিকে
যে পেয়েছে, তারই ভাগ্যে জয়
সেও রোজ উদয়াস্ত খাটে
বাড়ি ফিরতে শেষ ট্রেন হয়

তারও বাড়ি দিদিটা বিধবা
তারও বাড়ি বাবা পঙ্গু হয়
তবু জানি আমরা সাত ভাই
সে রাজার কুমার নিশ্চয়।