আমার প্রথম, আমার শেষ বাংলাদেশ

জাগো জাগো, জেগে থাকো সারাবেলা
কেউ যেন না পারে দেশটাকে নিয়ে
খেলতে খেলা।
দ্যাখো দ্যাখো, চেয়ে দ্যাখো ফিরে আবার
যেখানে ৭১ দুঃসহ নয় মাস
যুদ্ধে কেটেছে সবার।

এই আমার কষ্টে পাওয়া স্বাধীনতা,
এই আমার রক্তে লেখা স্বাধীনতা।

বাংলাদেশ বাংলাদেশ
জম্ম থেকে মৃত্যুর দেশ,
বাংলাদেশ বাংলাদেশ
আমার প্রথম আমার শেষ।

যাবো যাবো, প্রয়োজনে রাজ পথে
আমার দেশটা দেবোনাতো কোনদিন
ধ্বংস হতে।
দেবো দেবো, প্রয়োজনে পাহারা
খুঁজে বের করবো এ দেশের শত্রু আছে
কে বা কারা।

এই আমার স্বপ্ন দেখার স্বাধীনতা,
এই আমার ভালোবাসার স্বাধীনতা।

চলো চলো, পায়ে পায়ে মিছিলে
শহীদ মিনারে যাই শহীদ স্মরনে
আমরা সবাই মিলে।
শোনো শোনো, নতুন প্রজম্ম শোনো
ত্রিশ লক্ষ তাজা প্রানের দামে
পাওয়া এই স্বাধীনতা।

এই আমার বেঁচে থাকার স্বাধীনতা,
এই আমার কথা বলার স্বাধীনতা।

কন্ঠ: আইয়ুব বাচ্চু